Sunday, November 10, 2019

চুল কাটা নিয়ে পুলিশের কেন মাথা ব্যথা

চুল কাটা নিয়ে পুলিশের কেন মাথা ব্যথা






সাম্প্রতিক সময়ে রাজশাহী, মাগুরা ও টাঙ্গাইলের ভূঞাপুরসহ বিভিন্ন জায়গায় স্থানীয় পুলিশ প্রশাসন তরুণদের স্টাইলিশ চুল কাটার বিষয়ে যে কথিত নির্দেশ জারি করেছে তা তুলে নিতে বলেছে পুলিশ সদর দপ্তর। 
সমাজ বিজ্ঞানীরা বলেছেন, হেয়ার স্টাইলের উপর তরুণদের ভবিষ্যৎ নির্ভর করে না। তরুণ সমাজ বিপথগামী হলে সেখান থেকে তাদের সরিয়ে আনতে পরিবার, শিক্ষক ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে।
সম্প্রতি বিভিন্ন জায়গায় তরুণদের চুল কাটার উপর স্থানীয় পুলিশের বিধিনিষেধ আরোপের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হলে এ নিয়ে তুমুল আলোচনা শুরু হয়।
সর্বশেষ গত সোমবার রাজশাহীর বাঘায় ছাত্র, তরুণ ও যুবকদের ‘স্টাইলিশ’ চুল-দাড়ি না কাটতে সেলুন মালিকদের নিয়ে মতবিনিময় সভা করে পুলিশ প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার শাহিন রেজার সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাঘা পৌর মেয়র আবদুর রাজ্জাক এবং বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম।
এর আগে গত ১১ আগস্ট ‘বখাটে’ স্টাইলে চুল না কাটার বিষয়ে সেলুন মালিক ও কর্মীদের ‘সচেতন’ করতে তথাকথিত প্রচারণা চালায় মাগুরা পুলিশ। দু’দিন ধরে এ বিষয়ে জেলা পুলিশের পক্ষে শহরে মাইকিং করা হয়। পুলিশ সুপার খান ‍মুহাম্মদ রেজোয়ানের পক্ষ থেকে মাগুরার সেলুন মালিকদেরকে জানানো হয়, কোনো সেলুনকর্মী যেন কারো চুল কিম্বা দাড়ি ‘বখাটে’ স্টাইলে না কাটেন।
এছাড়া চলতি বছরের ২০ মার্চ টাঙ্গাইলের ভূঞাপুরে মডেলদের অনুকরণে ‘স্টাইল’ করে চুল, দাড়ি ও গোঁফ কাটার ওপর নিষেধাজ্ঞা জারি করেন ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম।
এসব এলাকার সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের দাবি, প্রায় সময়ই ছাত্র ও যুবকদের অভিভাবক ও শিক্ষকরা মৌখিকভাবে অভিযোগ করেছিলেন। এ কারণেই ওই বিধিনিষেধ। যাদের বিরুদ্ধে অভিযোগ, তারা সবাই সপ্তম থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থী।
নিষেধাজ্ঞার উদ্দেশ্য উল্লেখ করে সংশ্লিষ্টরা বলেন: বিশেষ করে উঠতি বয়সের যুবকদের সংযত আচরণ ও স্বাভাবিক জীবন যাপনে উদ্বুদ্ধ করার জন্যই চুল কাটার ‘স্টাইলের’ উপর বিধিনিষেধ। মাগুরাসহ দেশের বিভিন্ন স্থানে কিশোর ও উঠতি বয়সের যুবকদের হাতে খুনসহ নানা অপরাধ সংঘটিত হয়েছে। এর পেছনে তাদের অস্বাভাবিক জীবন যাপন ও আচরণের যোগসূত্র পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।
সংশ্লিষ্ট এক পুলিশ কর্মকর্তা বলেন: নতুন প্রজন্মকে সচেতন করতে প্রচারণা চালানো হচ্ছে। মানুষের লাইফস্টাইলের সাথে তার আচরণের নানা যোগসূত্র রয়েছে। কেউ যদি উদ্ভট পোশাক পরে, উদ্ভট স্টাইলে চুল কাটে যা দৃষ্টিকটু ও অস্বাভাবিক, সেটি তার জীবন যাত্রায় নেতিবাচক প্রভাব ফেলবে।

অধ্যাপক ফরিদা আক্তার খানম

‘স্টাইলিশ হেয়ার কাট’ একজন তরুণের জীবনে কতোটুকু নেতিবাচক প্রভাব ফেলতে পারে জানতে চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং সমাজবিজ্ঞানী অধ্যাপক ড. ফরিদা আক্তার খানম চ্যানেল আই অনলাইনকে বলেন: যুগের ডিমান্ডকে কখনোই অস্বীকার করা যাবে না। ইয়াং জেনারেশন আজকাল যা দেখে তাই ফলো করার চেষ্টা করে। তার ড্রেস কোড দেখেন, ফুড হ্যাবিট দেখেন– এসবও তার হেয়ার স্টাইলের মতোই একটা বিষয়। শুধুমাত্র তার হেয়ার স্টাইলই যে তাকে নেতিবাচক জীবন যাপনে নিয়ে যাবে তা কিন্তু নয়।
সাম্প্রতিক সময়ে কিশোর অপরাধের বিষয়গুলোর সঙ্গে স্টাইলিশ হেয়ার কাটের কোনো যোগসূত্র আছে কিনা জানতে চাইলে তিনি বলেন: এটা একটা উপাদানমাত্র। এটা বন্ধ করলেই যে কিশোর তরুণদের নেতিবাচক জীবনে অন্যকিছুর প্রভাব পড়বে না, তা নয়।
‘অভিভাবক, শিক্ষকরা সবাই মিলে যদি তরুণদের নেতিবাচক অন্যান্য বিষয়গুলো বন্ধ করতে পারে তাহলে ভালো ফলাফল আসতে পারে। আর যদি স্থানীয় প্রশাসন শুধু চুল কাটার জন্য কিশোর, তরুণদের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে বলে থাকে, তবে তা খুব ভালো ফলাফল আনবে না।

মো. সোহেল রানা

ড. ফরিদা খানম বলেন: স্থানীয় প্রশাসনকে মনে রাখতে হবে একটা আইন করে বা নিয়ম করে একটা জিনিসকে বন্ধ করলে যে সব কিছু ঠিক হয়ে যাবে, সেটা নয়। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করলে অনেক কিছু করা সম্ভব।
‘হেয়ার স্টাইল’ বিষয়ে স্থানীয় কিছু পুলিশ প্রশাসনের উদ্যোগের বিষয়ে পুলিশ সদর দপ্তরের সহকারি মহাপরিদর্শক (এআইজি, মিডিয়া) মো. সোহেল রানা চ্যানেল আই অনলাইনকে বলেন: স্টাইলিশ চুল কাটার নিষেধাজ্ঞার বিষয়ে পুলিশ সদর দপ্তর থেকে কোনো প্রকার নির্দেশনা ছিল না।
‘আমরা ইতোমধ্যে বিষয়টি নিয়ে ওইসব এলাকার প্রশাসনের সঙ্গে কথা বলছি। যতো দ্রুত সম্ভব এ বিষয়টি আমরা বন্ধ করব।’

Sunday, October 27, 2019

ভাটি বাংলার ঐতিহ্যবাহী কুস্তিখেলা কে কেন্দ্র করে হামলা, আহত ৫জন কুস্তিগীর

ভাটি বাংলার ঐতিহ্যবাহী কুস্তিখেলা কে কেন্দ্র করে হামলা, আহত ৫জন কুস্তিগীর


ভাটি বাংলার ঐতিহ্যবাহী কুস্তিখেলা কে কেন্দ্র করে হামলা, আহত ৫জন কুস্তিগীর।

জামালগঞ্জ উপজেলার তেলিয়া শাহপুর বনাম সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং গ্রামের মধ্যে তাদের মাঠে খেলা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ কুস্তিগীর শামসুজ্জামান আবুর সাথে গৌরারং এর কুস্তিগীর ইকবাল পরাস্ত হয় এবং ইকবালের পাল্টা কুস্তিতে আসা কুস্তিগীরের সাথে আবুর সাথে স্বল্প সময় খেলে সমান দেয়ায় তেলিয়া শাহপুর দল মাঠ ছেড়ে চলে আসে। এবং পথিমধ্যে গৌরারং গ্রামের কুস্তিগীর ইকবাল, কবির, মনির, আজাদ এবং তাদের সাঙ্গপাঙ্গরা তেলিয়া শাহপুর গ্রামের কুস্তিগীরদের অতর্কিত হামলা করে এতে আহত হয় সামসুজ্জামান আবু, সেলিম, বদিউজ্জামান, বোরহান ও শাহিন। আহতদের জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা চলছে। গুরুতর আহত অবস্থায় সেলিম কে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

Friday, September 20, 2019

আওয়ামী চুর ধরা খাইছে-- Voice Of Sunamganj

আওয়ামী চুর ধরা খাইছে-- Voice Of Sunamganj



ঢাকা: যুবলীগের সমবায় বিষয়ক সম্পাদক এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমকে আটক করেছে র‌্যাব। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট চাঁদাবাজি ও টেন্ডারবাজির অভিযোগ রয়েছে। এসময় তার কার্যালয়ের ভেতর থেকে বিপুল পরিমাণ অস্ত্র, মাদক, নগদ অর্থ ও ১৬৫ কোটি টাকার এফডিআর চেক উদ্ধার করা হয়।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল সারোয়ার বিন কাশেম বিষয়টি নিশ্চিত করেন।
php glass

রাজধানীর গুলশান নিকেতন ৫ নম্বর সড়কের ১৪৪ নম্বর ভবনে শামীমের কার্যালয় ঘিরে অভিযান চালায় র‌্যাব। 
কার্যালয়ের ভেতর থেকে বিপুল পরিমাণ লাইসেন্সবিহীন অস্ত্র, মাদক, নগদ ১ কোটি ৮০ লাখ টাকা ও ১৬৫ কোটি টাকার এফডিআর চেক উদ্ধার করা হয়।
নিজের টাকার সামনে দাঁড়িয়ে শামীম ও আইনশৃঙ্খলা বাহিনীশামীমের মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠান জিকেবি অ্যান্ড কোম্পানির কর্মচারী দিদারুল আলম জানান, সকালে নিকেতনের ৫ নম্বর সড়কের ১১৩ নম্বর ভবন শামীমের বাসায় কয়েকজন সাদা পোশাকে প্রবেশ করেন। সেখানে প্রায় তিন ঘণ্টা অবস্থানের পর শামীমকে সঙ্গে নিয়ে তার প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় ১৪৪ নম্বর ভবনে অভিযান শুরু করে র‌্যাব।
বর্তমানে কার্যালয়ের ভেতরে শামীমসহ র‌্যাব সদস্যরা অবস্থান করছেন।
জানা যায়, শামীমের পাশাপাশি তার ছয় দেহরক্ষীকেও আটক করা হয়েছে।
মেননকে গ্রেফতার করলে সকল পতিতালয় ও মদ,জুয়ার আমদানীর তথ্য বেরিয়ে আসবে

মেননকে গ্রেফতার করলে সকল পতিতালয় ও মদ,জুয়ার আমদানীর তথ্য বেরিয়ে আসবে





মেননকে গ্রেফতার করলে সকল পতিতালয় ও মদ,জুয়ার আমদানীর তথ্য বেরিয়ে আসবে।
.
‘ইয়ংমেনস ক্লাব’ ক্যাসিনোর চেয়ারম্যান রাশেদ খান মেনন! জুয়া, মদ ও পতিতা ব্যবসায়ী সমাজতন্ত্রী নেতার মুখোশ খুলে গেল। এরা সরকার দলের সুবিদা নিয়ে যত অপকর্ম সব করে যাচ্ছে, মেননকে গ্রেপ্তার করলে আরো বহু তথ্য বেরিয়ে আসবে।

Sunday, September 15, 2019

শমসের আলী স্যার আর নেই

শমসের আলী স্যার আর নেই


আমার শিক্ষা জীবনের প্রথম ওস্তাদ। আমি ক্লাস টু তে উঠেই পড়াশোনার ইতি টানি। আমার পরিবারের সবাই অনেক চেষ্টা করার পরেও আর স্কুলে যাইনি। সেই সময় স্যার আমাদের স্কুলে আসেন। আমি তখন স্কুল ছেড়ে শয়তানি আর খেলাধুলায় ব্যস্ত থাকি। স্যার যখন রাস্তা দিয়ে স্কুলে যান তখনও আমি খেলি। একদিন স্যার আমাকে থাবা দিয়ে ধরে বলেন স্কুলে চল। আমি বললাম আমি স্কুলে যাইনা। তারপরেও স্যার জুড় করে নিয়ে গেলেন। তারপর আমার বাবা আর ভাইকে বুঝিয়ে আবার স্কুলে নিলেন। স্যারের চেষ্টায় আমি প্রথম সাময়িক পরীক্ষা তে বই ছাড়া পড়েই প্রথম হই। এর পর আমার ভিতরে পড়াশোনার ভুত ঢুকে যায়। তারপর ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত আমার রোল এক নাম্বার। শেষে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় টেলেন্টপুলে সেরা পাঁচ মেধা তালিকায় স্থান পাই। আমার জীবনের সেরা শিক্ষক তিনি। 
আজ হঠাৎ ফেইসবুকে এক বড় ভাই পোষ্ট করেন স্যার আর নাই 😭 দেখার পর নিজের চোখকে বিশ্বাস করতে পারছিনা। নিজের মনকে ও বুঝাতে পারছিনা। সবাই কে মৃত্যুর সাধ গ্রহণ করতে হবে। আমি স্যারের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করছি। আল্লাহ যেনো স্যার কে জান্নাতের সর্বোত্তম মাকাম দান করেন। এবং স্যারের শোকাহত পরিবারের প্রত্যেক সদস্য কে আল্লাহ ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন। 
-----------------------------------আমিন---
Source: Jamalganj24