নোয়াগাঁও গ্রামের একটি ছেলে ভীমখালী হাইস্কুল নিয়ে কে সামাজিক যোগাযোগ মাধ্যমে বার বার খারাপ মন্তব্য করতেছে। সে বলতেছে ভীমখালী হাইস্কুলে না কি সকল শিক্ষক অযোগ্য। তাহলে কি যোগ্যতা ছাড়াই স্কুলের শিক্ষক হওয়া যায়?? এইসব ফালতু স্টেটাস দেখে ভীমখালী ইউনিয়নের ছাত্রছাত্রীসহ সকল সাধারণ মানুষ কঠোর প্রতিবাদ করে। সে আরো বলে, তার কোনো কিছু কেউ করতে পারবে না। আচ্ছা এই পিচ্চি ছেলে এতো সাহস পাইছে কার কাছ থেকে।
তার গ্রামের কিছু মানুষ বলছে তার পরিবার বা বংশের মাঝে কোনো স্কুল শিক্ষক তো দূরের কথা সে ছাড়া আর কোনো মেট্রিক পাশ মানুষ ও নাই। একটা মূর্খ পরিবারের সন্তান হয়ে এত বড় বড় কথা বলে কিভাবে?? দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে ভীমখালী হাইস্কুলের সকল সাবেক ও বর্তমান ছাত্রছাত্রীসহ সকল সাধারণ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় ওঠে।
একটা বাজে ছেলে বার বার বাজে মন্তব্য করবে আর এই বিদ্যালয়ের ছাত্ররা চুপ করে থাকবে তা হয় না ৷ এলাকার লোক চুপ করে থাকবে ? ম্যানেজিং কমিটি নিয়ে কুরুচিপূর্ন কথা বলবে তাতে কি চুপ করে থাকবে ?? দুই একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বারের সাথে দুই একটা সেলফি তুলতে পারলে নেতা হওয়া যায় না🤣😁।
রাজনীতির র বোঝেনা সে কি করে বড় বড় কথা বলে ৷ আমি ভীমখালী ইউনিয়নের সব গন্যমান্য ব্যাক্তিদের দৃষ্টিআকর্ষন করছি ৷ বিশেষ করে যারা ম্যানেজিং কমিটিতে আছেন তাদেরকে ৷ কেন সে বলবে ভীমখালী উচ্ছ বিদ্যালয় এবং শিক্ষক অযোগ্য ??
বার বার মাফ চেয়ে ছাড় পেলে ভবিষ্যতে আরো খারাপ হবে।
রাজনীতির র বোঝেনা সে কি করে বড় বড় কথা বলে ৷ আমি ভীমখালী ইউনিয়নের সব গন্যমান্য ব্যাক্তিদের দৃষ্টিআকর্ষন করছি ৷ বিশেষ করে যারা ম্যানেজিং কমিটিতে আছেন তাদেরকে ৷ কেন সে বলবে ভীমখালী উচ্ছ বিদ্যালয় এবং শিক্ষক অযোগ্য ??
বার বার মাফ চেয়ে ছাড় পেলে ভবিষ্যতে আরো খারাপ হবে।
0 coment rios: