জামালগঞ্জ প্রতিনিধি (Ruhan)
‘কোন মোস্তরী নাও বানাইলো কেমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ুর পঙ্খী নাও’ বাউল সম্্রাট শাহ আব্দুল করিমের এই বিখ্যাত গানের তালে তালে, ঢোল, ডুগি, মন্দিরা, ঝাপের বাদ্য যন্ত্রের ঝনঝনানিতে ব্যতিক্রম নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।
প্রতিটি নৌকা বাইচে যুবকরা অংশ নিলেও এই প্রথম কিশোরী মেয়েরা প্রতিটি নৌকায় আলাদা আলাদা রংয়ের পোষাক পড়ে বাইচে অংশ নেয়। ‘কন্যা শিশুর জাগরণ আনবে দেশে উন্নয়ন’ স্লেøাগানে জামালগঞ্জে কন্যা শিশু দিবস উপলক্ষ্যে কিশোরীদের নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করে বেসরকারী সংস্থা জৈন্তা ছিন্নমূল সংস্থা জেছিস।
মঙ্গলবার সকালে কেয়ার বাংলাদেশ সহযোগিতায় সাচনা বাজার ইউনিয়নের ছন্নার হাওরে নৌকা বাইচ প্রতিযোগীতা পূর্বক একটি র্যালি করেছে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কিশোরীরা।
নৌকা বাইচ শুরু হবার কয়েক ঘন্টা আগে থেকেই সাচনা সুনামগঞ্জ সড়কের সিন্ডবি রোড থেকে সাচনা বাজার উচ্চ বিদ্যালয় পর্যন্ত হাওরের পাড়ে ও নৌকায় উপরে হাজার হাজার দর্শকের সমাগম ঘটে।
নৌকা বাইচে ১ম হয়েছে জামালগঞ্জ উত্তর ইউনিয়ন, ২য় হয় সাচনা বাজার ইউনিয়ন।
নৌকা বাইচ শেষে বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আল ইমরান।
অনুষ্ঠানে অতিথি ছিলেন, জামালগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু, জেলা পরিষদের মহিলা সদস্য ফৌজিয়া আরা সাম্মী, জামালগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মনিরুল হাসান, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল হাসেম, জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, সাচনা বাজার ইউপি চেয়ারম্যান রেজাউল করিম শামীম, জামালগঞ্জ উত্তর ইউপি চেয়ারম্যান রজব আলী, বেহেলী ইউপি চেয়ারম্যান অসীম তালুকদার, কেয়ার বাংলাদেশ সুনামগঞ্জ’র প্রজেক্ট ম্যানাজার মো. রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, জেছিস’র নির্বাহী পরিচালক এটিএম বদরুল আলম।
নৌকা বাইচে জামালগঞ্জের প্রজেক্ট অফিসার সুরাইয়া সুলতানা, জেসিছ ম্যানাজার মাসুদ আাব্দুল্লাহ চৌধুরী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ইউপি সদস্য, সদস্যারা এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
0 coment rios: