Friday, September 20, 2019

আওয়ামী চুর ধরা খাইছে-- Voice Of Sunamganj

আওয়ামী চুর ধরা খাইছে-- Voice Of Sunamganj



ঢাকা: যুবলীগের সমবায় বিষয়ক সম্পাদক এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমকে আটক করেছে র‌্যাব। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট চাঁদাবাজি ও টেন্ডারবাজির অভিযোগ রয়েছে। এসময় তার কার্যালয়ের ভেতর থেকে বিপুল পরিমাণ অস্ত্র, মাদক, নগদ অর্থ ও ১৬৫ কোটি টাকার এফডিআর চেক উদ্ধার করা হয়।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল সারোয়ার বিন কাশেম বিষয়টি নিশ্চিত করেন।
php glass

রাজধানীর গুলশান নিকেতন ৫ নম্বর সড়কের ১৪৪ নম্বর ভবনে শামীমের কার্যালয় ঘিরে অভিযান চালায় র‌্যাব। 
কার্যালয়ের ভেতর থেকে বিপুল পরিমাণ লাইসেন্সবিহীন অস্ত্র, মাদক, নগদ ১ কোটি ৮০ লাখ টাকা ও ১৬৫ কোটি টাকার এফডিআর চেক উদ্ধার করা হয়।
নিজের টাকার সামনে দাঁড়িয়ে শামীম ও আইনশৃঙ্খলা বাহিনীশামীমের মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠান জিকেবি অ্যান্ড কোম্পানির কর্মচারী দিদারুল আলম জানান, সকালে নিকেতনের ৫ নম্বর সড়কের ১১৩ নম্বর ভবন শামীমের বাসায় কয়েকজন সাদা পোশাকে প্রবেশ করেন। সেখানে প্রায় তিন ঘণ্টা অবস্থানের পর শামীমকে সঙ্গে নিয়ে তার প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় ১৪৪ নম্বর ভবনে অভিযান শুরু করে র‌্যাব।
বর্তমানে কার্যালয়ের ভেতরে শামীমসহ র‌্যাব সদস্যরা অবস্থান করছেন।
জানা যায়, শামীমের পাশাপাশি তার ছয় দেহরক্ষীকেও আটক করা হয়েছে।
মেননকে গ্রেফতার করলে সকল পতিতালয় ও মদ,জুয়ার আমদানীর তথ্য বেরিয়ে আসবে

মেননকে গ্রেফতার করলে সকল পতিতালয় ও মদ,জুয়ার আমদানীর তথ্য বেরিয়ে আসবে





মেননকে গ্রেফতার করলে সকল পতিতালয় ও মদ,জুয়ার আমদানীর তথ্য বেরিয়ে আসবে।
.
‘ইয়ংমেনস ক্লাব’ ক্যাসিনোর চেয়ারম্যান রাশেদ খান মেনন! জুয়া, মদ ও পতিতা ব্যবসায়ী সমাজতন্ত্রী নেতার মুখোশ খুলে গেল। এরা সরকার দলের সুবিদা নিয়ে যত অপকর্ম সব করে যাচ্ছে, মেননকে গ্রেপ্তার করলে আরো বহু তথ্য বেরিয়ে আসবে।

Sunday, September 15, 2019

শমসের আলী স্যার আর নেই

শমসের আলী স্যার আর নেই


আমার শিক্ষা জীবনের প্রথম ওস্তাদ। আমি ক্লাস টু তে উঠেই পড়াশোনার ইতি টানি। আমার পরিবারের সবাই অনেক চেষ্টা করার পরেও আর স্কুলে যাইনি। সেই সময় স্যার আমাদের স্কুলে আসেন। আমি তখন স্কুল ছেড়ে শয়তানি আর খেলাধুলায় ব্যস্ত থাকি। স্যার যখন রাস্তা দিয়ে স্কুলে যান তখনও আমি খেলি। একদিন স্যার আমাকে থাবা দিয়ে ধরে বলেন স্কুলে চল। আমি বললাম আমি স্কুলে যাইনা। তারপরেও স্যার জুড় করে নিয়ে গেলেন। তারপর আমার বাবা আর ভাইকে বুঝিয়ে আবার স্কুলে নিলেন। স্যারের চেষ্টায় আমি প্রথম সাময়িক পরীক্ষা তে বই ছাড়া পড়েই প্রথম হই। এর পর আমার ভিতরে পড়াশোনার ভুত ঢুকে যায়। তারপর ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত আমার রোল এক নাম্বার। শেষে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় টেলেন্টপুলে সেরা পাঁচ মেধা তালিকায় স্থান পাই। আমার জীবনের সেরা শিক্ষক তিনি। 
আজ হঠাৎ ফেইসবুকে এক বড় ভাই পোষ্ট করেন স্যার আর নাই 😭 দেখার পর নিজের চোখকে বিশ্বাস করতে পারছিনা। নিজের মনকে ও বুঝাতে পারছিনা। সবাই কে মৃত্যুর সাধ গ্রহণ করতে হবে। আমি স্যারের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করছি। আল্লাহ যেনো স্যার কে জান্নাতের সর্বোত্তম মাকাম দান করেন। এবং স্যারের শোকাহত পরিবারের প্রত্যেক সদস্য কে আল্লাহ ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন। 
-----------------------------------আমিন---
Source: Jamalganj24