Sunday, July 26, 2020

জামালগঞ্জের গজারিয়ায় একজন খুন : ভয়েস অব সুনামগঞ্জ

জামালগঞ্জের গজারিয়ায় একজন খুন : ভয়েস অব সুনামগঞ্জ



জামালগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের জামালগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক যুবক খুন হয়েছেন। নিহত রিযাস উদ্দিন (৪০) উপজেলার ফেনারবাক ইউনিয়নের গজারিয়া একরামপুর গ্রামের চানফর আলীর ছেলে।
স্থানীয় ইউপি সদস্য আলী আহমদ জানান, শনিবার দুপুর ১২টার দিকে রিয়াস উদ্দিন গজারিয়া একরামপুর হাটি নদীর ঘাটে গোসল করতে যান। এসময় কাপড় কাঁচা নিয়ে তার সাথে কথা কাটাকাটি হয় একই গ্রামের কটু মিয়ার ছেলে  সিদ্দিক মিয়ার (৪৫)। এক পর্যায়ে সিদ্দিক মিয়া ও তার পক্ষের কয়েকজন মিলে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান রিয়াস উদ্দিনের উপর। এতে গুরুতর আহত হন রিয়াস। পরে তাকে উদ্ধার করে জামালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেলে নিয়ে যাওয়ার পথে মারা যান রিয়াস উদ্দিন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল আলম।
 

Thursday, July 23, 2020

শিমুলবাঁক ইউনিয়ন সমাজ কল্যাণ পরিষদের কমিটি গঠন || ভয়েস অব সুনামগঞ্জ

শিমুলবাঁক ইউনিয়ন সমাজ কল্যাণ পরিষদের কমিটি গঠন || ভয়েস অব সুনামগঞ্জ



দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের রামেশ্বরপুর বাজারে আজ বিকাল ৪.০০ ঘটিকায় সর্বসম্মতিক্রমে ছালেক আহমদ কে সভাপতি ও মঈনুল হক কে সাধারণ সম্পাদক করে শিমুলবাঁক ইউনিয়ন সমাজ কল্যাণ পরিষদের আগামী ২ বছরের জন্য ৭১ বিশিষ্ট কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন সহ সভাপতি সেলিম আহমদ, আল জাবের,সোহাগ মিয়া,কবির আহমদ,ফয়ছল আহমদ,জীবন রানা,আলী আহমদ,কাউসার আহমদ,আরজু মিয়া, ,যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, পাভেল আহমদ,মাহদি হাসান মান্না,রাহেল মিয়া সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন,আখলাক হোসেন বিজয়,তুহিন আহমদ,তারেক আহমেদ, রাকিব আহমদ, অর্থ সম্পাদক রাজু মিয়া,উপ অর্থ সম্পাদক মুন্না আহমেদ ,প্রচার সম্পাদক তাহির আলম,দপ্তর সম্পাদক সাব্বির আহমদ,  শিক্ষা সম্পাদক নয়ন দত্ত,সাহিত্য সম্পাদক হোসাইন আহমদ,গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক মিজান আহমদ,ধর্ম সম্পাদক কদ্দুছ মিয়া,যোগাযোগ সম্পাদক সাইফুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন,

সমাজ সেবা সম্পাদক জামিল আহমেদ ,আইন বিষয়ক সম্পাদক বাবুল আহমদ, ক্রীড়া সম্পাদক নিজাম উদ্দিন , স্বাস্থ্য সম্পাদক ওয়াহিদ মিয়া, আপ্যায়ন সম্পাদক আফাজ মিয়া,স্কুল ও ছাত্র বিষয়ক হাসানুল হক নাঈম,দুর্যোগ ও ত্রান বিষয়ক সম্পাদক আবু বক্কর,তথ্য প্রযুক্তি সম্পাদক সুজিত দত্ত কর্মসূচি সম্পাদক লোকমান মিয়া,পরিকল্পনা সম্পাদক শাহরিয়ার আহমদ,সহ সম্পাদক সাজ্জাদুর রহমান, আতাউর রহমান,ইয়াছিন মিয়া,ঝুমন কল্যাণ তালুকদার, সুহেল আহমদ,মিনার আহমদ,উপ সম্পাদক  সম্পাদক আবু তাহের, মঈনুল হক,জইনুল হক,আরশাফ,সম্মানিত সদস্যবৃন্দ করিম,সবুজ,জাহেদ আহমদ,কাউসার আহমদ,জাহেদুল, শাহরিয়ার, হাসান আহমেদ, নুর হোসাইন, লাদেন আহমেদ, আল হাদি,আফসার,জাহাঙ্গীর মিয়া,বিলাল আহমদ,তাজ উদ্দিন, সৈয়দ হোসেন,তোফায়েল, জুনায়েদ, জাহিদ,রুপক দত্ত,নাজিম উদ্দিন, তৈয়বুর রহমান।

Tuesday, July 21, 2020

সুনামগঞ্জে ২৫ যাত্রী নিয়ে বাস খালে; নিখোঁজ ২১

সুনামগঞ্জে ২৫ যাত্রী নিয়ে বাস খালে; নিখোঁজ ২১



সুনামগঞ্জের নীলপুল বাজার এলাকায় ২৫ যাত্রী নিয়ে বাস খালে, নিখোঁজ ২১
সুনামগঞ্জের নীলপুল বাজার এলাকায় ২৫ যাত্রী নিয়ে বাস খালে, নিখোঁজ ২১ জন; উদ্ধার অভিযানে কাজ করছে ফায়ার সার্ভিস।
জানা গেছে, সকালে সিলেট থেকে সুনামগঞ্জ যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে ২৫ থেকে ২৬ জন যাত্রী ছিল। এদের মধ্যে চারজন সাঁতরে উঠতে পারলেও বাকিরা এখনো নিখোঁজ রয়েছে।
উদ্ধার কর্মীরা জানায়, করোনা কারনে বাসটি গেটলক থাকায় যাত্রীরা কেউ বের হতে পারেনি। সিলেট থেকে ডুবুরি দল এসে উদ্ধার কাজে অংশ নেয়ার কথা রয়েছে।

Monday, July 6, 2020

চির বিদায় নিলেন কিংবদন্তি কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর

চির বিদায় নিলেন কিংবদন্তি কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর



‘জীবনের গল্প আছে বাকি অল্প’—কিছু দিন আগে হুইলচেয়ারে চেপে মঞ্চে উঠে এই গানটি শুনিয়েছিলেন এন্ড্রু কিশোর। গাইবার সময় তিনি নিজে যেমন কেঁদেছিলেন, কাঁদিয়েছেন শ্রোতাদেরও। এর সবকিছু স্মৃতিতে মুড়ে ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে সোমবার (৬ জুলাই) সন্ধ্যা ৬টা ৫৯ মিনিটের দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি ১৯৫৫ সালের ৪ নভেম্বর জন্মগ্রহণ করেন রাজশাহীতে। স্ত্রী ইতি কিশোর ছাড়াও শিল্পীর ছেলে জে এন্ড্রু সপ্তক এবং মেয়ে মিনিম এন্ড্রু সংজ্ঞা থাকেন অস্ট্রেলিয়ায়। তারা দেশে ফেরার চেষ্টা করছেন। টিকিট মিললেই ফিরবেন বাংলাদেশে।
টানা ৯ মাস সিঙ্গাপুরে চিকিৎসাধীন থেকে গত ১১ জুন এয়ার অ্যাম্বুলেন্সযোগে দেশে ফিরেছিলেন এন্ড্রু কিশোর। তারপর থেকে রাজশাহী মহানগরীর মহিষবাথান এলাকায় বোন ডা. শিখা বিশ্বাসের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন এই শিল্পী। শিল্পীর দুলাভাই ক্যানসার বিশেষজ্ঞ ডা. প্যাট্রিক বিপুল বিশ্বাসের তত্ত্বাবধানে ছিলেন তিনি। যদিও সিঙ্গাপুর থেকে দেশে ফেরার আগেই সেখানকার চিকিৎসকরা জানিয়েছেন, এক মাস থেকে সর্বোচ্চ এক বছর বাঁচবেন এই শিল্পী। মূলত এমন তথ্য পেয়েই দেশে ফিরে এন্ড্রু কিশোর নিজ সিদ্ধান্তে নীরবে চলে যান জন্মশহর রাজশাহীতে।
যাওয়ার আগে স্বজনদের বলে যান, মায়ের পাশেই যেন সমাহিত করা হয়।
এর আগে অসুস্থ অবস্থায় গত বছরের ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছেড়েছিলেন এই নন্দিত গায়ক। সেখানে গিয়ে গত ১৮ সেপ্টেম্বর তার শরীরে ক্যানসার ধরা পড়ে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক লিম সুন থাইয়ের অধীনে ছিলেন তিনি। চলে টানা কয়েক মাসের কেমোথেরাপি।
এন্ড্রু ‘প্লেব্যাক সম্রাট’ নামে পরিচিত। তার চিরসবুজ কণ্ঠ অসংখ্য জনপ্রিয় রোমান্টিক গান উপহার দিয়েছে।


এন্ড্রু কিশোর: সিঙ্গাপুর থেকে নীরবে রাজশাহী ফেরার নীল বেদনা..."
এন্ড্রু কিশোরের চলচ্চিত্রে প্লেব্যাক যাত্রা শুরু হয় ১৯৭৭ সালে আলম খানের সুরে ‘মেইল ট্রেন’ চলচ্চিত্রে। সেখানে তিনি ‘অচিনপুরের রাজকুমারী নেই যে তাঁর কেউ’ গানে কণ্ঠ দেন। তার রেকর্ডকৃত দ্বিতীয় গান বাদল রহমান পরিচালিত ‘এমিলের গোয়েন্দা বাহিনী’ চলচ্চিত্রের ‘ধুম ধাড়াক্কা’। তবে এ জে মিন্টু পরিচালিত ১৯৭৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘প্রতিজ্ঞা’ চলচ্চিত্রের ‘এক চোর যায় চলে’ গাওয়া গান প্রথম জনপ্রিয়তা লাভ করে।
প্লে-ব্যাকে তার গানের সংখ্যা ১৫ হাজারের বেশি। অন্যতম জনপ্রিয় গানের মধ্যে রয়েছে- জীবনের গল্প আছে বাকি অল্প, হায়রে মানুষ রঙিন ফানুস, ডাক দিয়াছেন দয়াল আমারে, আমার সারা দেহ খেয়ো গো মাটি, আমার বুকের মধ্যেখানে, আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, ভেঙেছে পিঞ্জর মেলেছে ডানা, সবাই তো ভালোবাসা চায় প্রভৃতি।
দেশ-বিদেশের সুনামের পাশাপাশি তিনি সম্মানও পেয়েছেন অনেক। বাংলা চলচ্চিত্রের গানে অবদানের জন্য তিনি আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন।

Friday, July 3, 2020

  ৩৮ তম বিসিএসে মেধা তালিকায় ৬ষ্ঠ স্থানে জামালগঞ্জের অনিন্দ্য অভি 》Voice Of Sunamganj

৩৮ তম বিসিএসে মেধা তালিকায় ৬ষ্ঠ স্থানে জামালগঞ্জের অনিন্দ্য অভি 》Voice Of Sunamganj


Report: Ruhan Jr. প্রকাশ হওয়া ৩৮ তম বিসিএসে প্রকৌশল ক্যাডারে মেধা তালিকায় ৬ষ্ঠ  স্থান লাভ করেছেন হাওরাঞ্চল খ্যাত সুনামগঞ্জের জামালগঞ্জের মেধাবী পরিবারের ছেলে অনিন্দ্য অভি। তার বড় ভাইও বিসিএস উত্তীর্ণ। অভির মা-বাবা অবসর প্রাপ্ত স্কুল শিক্ষক।
বাবা জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক বিবেকানন্দ তালুকদার ও মা আভা রানী তালুকদার জামালগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। বাবা মায়ের পেশাগত কারনে অনিন্দ্য অভি তালুকদার এর বেড়ে উঠা জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের কোয়ার্টারের বাসায়। পড়াশোনা শুরু জামালগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে। ছোট বেলা থেকেই পড়াশোনায় মনোযোগী হওয়ায় প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় টেলেন্টপুলে পেয়েছেন বৃত্তি। পরবর্তীতে জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ -৫ পেয়ে এএসসি পাস করে ভর্তি হন ময়মনসিংহের নজরুল ইসলাম কলেজে। নজরুল ইসলাম কলেজ থেকে এইচএসসি পাস করে ভর্তি হন রাজশাহী প্রকৌশলী বিশ্ববিদ্যোলয়ে। ছোট বেলা থেকেই মা বাবার অনুপ্রেরনায় উচ্চ শিক্ষায় সুশিক্ষিত হওয়ার মনোভাবই তাকে বিসিএস ক্যাডার পর্যন্ত স্বপ্ন পুরনে সহায়তা করেছে।  
প্রকাশ হওয়া ৩৮ তম বিসিএস-এ সহকারী প্রকৌশলী (সড়ক ও জনপথ) থেকে মেধা তালিকায় ৬ষ্ঠ স্থান লাভ করে। অনিন্দ্য অভি জানান তার পিতার দ্বায়িত্ববোধ ও অনুপ্রেরণাই তাকে এ লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করেছে। তিনি আরো জানার তার মা-বাবা চাইতেন তিনি যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে বিসিএস ক্যাডার হন। তার মা-বাবার চাওয়া পুরন করতে পেরেছেন। মা-বাবা সহ বড় ভাই অমিতাব পরাগ বিসিএস (ক্যাডার) ও বোন  জুই তালুকদার (এমবিবিএস ডাক্তার) তার এ সাফল্যে খুশি।  
অনিন্দ্য অভির মা-বাবার সাথে কথা হলে তারা জানান সন্তানের সাফল্যে তারা অনেক খুশি। সে অনেক কষ্ট করেছে। যার জন্য আজকে তার এই সাফল্য। অনিন্দ্য অভির উপর অর্পিত দ্বায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন এই আশাবাদও ব্যক্ত করেন অনিন্দ্য অভির মা-বাবা। 
অনিন্দ্য অভি বর্তমান প্রজন্মের উদ্দেশ্যে বলেন সবসময় বাবা-মাকে সম্মান করতে হবে। তাদের আদেশ নিষেধ মানতে হবে। স্বপ্ন যাই হোক না কেন মন দিয়ে পড়াশোনার বিকল্প নাই। তিনি আরো বলেন আমরা ডিজিটাল হচ্ছি, হাতের কাছে মোবাইল কম্পিউটার পাচ্ছি। কিন্তু ছাত্র অবস্থায় সেগুলোর ব্যবহার কমিয়ে নিয়মতি পড়াশোনা করলেই লক্ষ্যে পৌঁছানো সম্ভব।