ওএমএস’র চালের মূল্য ১৫ টাকাই রাখা কাম্য
15টাকা কেজির ওএমএস’র চালের দাম হঠাৎ করে ৩০ টাকা হয়ে পড়া, একইসাথে বাজারে চালের লাগামহীন দরবৃদ্ধির কারণে নিন্ম আয়ের লোকজনের জীবন চরমে উঠেছে। গত রবিবার জেলার বিভিন্ন ডিলার পয়েন্টে চাল কিনতে লাইনে দাঁড়ানো নিন্ম আয়ের মানুষগুলো অনেকেই চাল না কিনে চলে গেছেন। কারণ ৩০ টাকা কেজি দরে চাল কেনার মতো টাকা তাদের ছিল না। অন্যদিকে বাজারে চালের দাম হঠাৎ করে আরেক দফা বৃদ্ধি পাওয়ায় এখন প্রতি কেজি চালের মূল্য ন্যুনতম ৫০ টাকায় উঠে গেছে বলে জানা যায়। এইসব কারণে জেলার গরিব মানুষের মধ্যে অসহায় অবস্থা লক্ষ্য করা যাচ্ছে।এতোদিন ১৫ টাকা দরে বিক্রি করা হতো হঠাৎ করে ওএমএস’র চালের দাম বৃদ্ধি ও বাজারের তেজিভাবের কারণে এই অভাববোধ এখন তীব্র হতে থাকবে।
ওএমএস’র চালের দামের পূর্ব হার কেজি প্রতি ১৫ টাকায় ফিরিয়ে আনার বিষয়টি সরকারকে সক্রিয়ভাবে বিবেচনা করতে হবে। ওএমএস ব্যবস্থা চালু না থাকলে লাগামহীন চালের বাজার আরও লাগামছাড়া হয়ে যাবে।
15টাকা কেজির ওএমএস’র চালের দাম হঠাৎ করে ৩০ টাকা হয়ে পড়া, একইসাথে বাজারে চালের লাগামহীন দরবৃদ্ধির কারণে নিন্ম আয়ের লোকজনের জীবন চরমে উঠেছে। গত রবিবার জেলার বিভিন্ন ডিলার পয়েন্টে চাল কিনতে লাইনে দাঁড়ানো নিন্ম আয়ের মানুষগুলো অনেকেই চাল না কিনে চলে গেছেন। কারণ ৩০ টাকা কেজি দরে চাল কেনার মতো টাকা তাদের ছিল না। অন্যদিকে বাজারে চালের দাম হঠাৎ করে আরেক দফা বৃদ্ধি পাওয়ায় এখন প্রতি কেজি চালের মূল্য ন্যুনতম ৫০ টাকায় উঠে গেছে বলে জানা যায়। এইসব কারণে জেলার গরিব মানুষের মধ্যে অসহায় অবস্থা লক্ষ্য করা যাচ্ছে।এতোদিন ১৫ টাকা দরে বিক্রি করা হতো হঠাৎ করে ওএমএস’র চালের দাম বৃদ্ধি ও বাজারের তেজিভাবের কারণে এই অভাববোধ এখন তীব্র হতে থাকবে।
ওএমএস’র চালের দামের পূর্ব হার কেজি প্রতি ১৫ টাকায় ফিরিয়ে আনার বিষয়টি সরকারকে সক্রিয়ভাবে বিবেচনা করতে হবে। ওএমএস ব্যবস্থা চালু না থাকলে লাগামহীন চালের বাজার আরও লাগামছাড়া হয়ে যাবে।
0 coment rios: