Wednesday, November 1, 2017

জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের ভবনের স্থান নিয়ে সদস্যদের আপত্তি




জামালগঞ্জ প্রতিনিধি:  Jamalganj24
জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণের স্থান নির্ধারন নিয়ে পরিষদের ইউপি সদস্য ও সদস্যারা লিখিত আপত্তি জানিয়েছেন। মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আপত্তি দেন তারা। 
আপত্তিকারীরা হলেন জামালগঞ্জ সদরের ইউপি সদস্য আশেক নূর, শহিদুল ইসলাম সোহেল, আনোয়ার হোসেন, মোছা: গোলছেরা বেগম ও হাবিবুর রহমান।
আপত্তিকারীদের দাবি জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়্রাম্যান শামসুল আলম ঝুনু মিয়া ও তার ছেলে সদর ইউপি চেয়ারম্যান সাজ্জাদ মাহমুদ তালুকদার ইউনিয়নের কাউকে না জানিয়ে উপজেলা সদর 
 থেকে সরিয়ে লক্ষীপুরে ইউনিয়ন ভবনের স্থান নির্ধারণ করেছেন।  
আপত্তিতে ইউপি সদস্যগণ উল্লেখ করেন, আমরা জামালগঞ্জ সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সদস্যগণ জানতে পারলাম, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা ভূমি অফিসারসহ অন্যান্য কর্মচারীগণ ইউনিয়নের লক্ষীপুর গ্রামের কোন এক স্থান সরেজমিন পরির্দশন করেছেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার জনসাধারণসহ আমরা ইউনিয়ন পরিষদের কোন জনপ্রতিনিধিগণ এ বিষয়ে অবগত নই। 
আপত্তির বিষয়ে জামালগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান সাজ্জাদ মাহমুদ তালুকদার বলেন,‘বছর দুয়েক আগেই আমার পিতা উপজেলা চেয়ারম্যান নতুন ভবনের জন্য আমাদের গ্রাম লক্ষীপুরে জায়গা রেজিষ্ট্রি করে দিয়েছেন। তখন আমার ছোট চাচা ইউপি চেয়ারম্যান ছিলেন।’ 
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান বলেন,‘জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের নতুন ভবনের বিষয়ে একটি আপত্তি পেয়েছি। যদি ইউপি সদস্য সদস্যগণ ও জনগণ না জেনে থাকেন তাহলে অবশ্যই গণশুনানীর ব্যবস্থা করা হবে।’

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: