রোহান :
মরমি কবি হাসন রাজার প্রপৌত্র ও সুনামগঞ্জ পৌরসভার টানা তিনবারের পৌর চেয়ারম্যান প্রয়াত কবি মমিনুল মউজদীনের নামে চালু হওয়া ‘মমিনুল মউজদীন স্মৃতি বৃত্তি পরীক্ষা’র ফরম বিতরণ শুরু হয়েছে। পঞ্চম শ্রেণির এই বৃত্তি পরীক্ষার ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে আগামি ৫ নভেম্বর পর্যন্ত। পরীক্ষা হবে ১০ নভেম্বর।প্রতি বছরের মতো এবারও মমিনুল মউজদীন স্মৃতি সংসদ এই বৃত্তি পরীক্ষার আয়োজন করেছে। ফরম সংগ্রহ ও জমা দেওয়ার ঠিকানা: বরাত কম্পিউটার সেন্টার ও আইডিয়াল লাইব্রেরি, পৌরবিপণি মার্কেট, সুনামগঞ্জ। প্রয়োজনে যোগাযোগ: ০১৭০৬-৪০০৫৬৫ (রাজু আহমেদ) ও ০১৭২১-৪৮২৭৫৪
(আশরাফুজ্জামান বাবলু)।
২০০৭ সালের ১৫ নভেম্বর ঢাকা থেকে সপরিবারে সুনামগঞ্জ ফেরার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মমিনুল মউজদীন ও তাঁর স্ত্রী তাহেরা চৌধুরী, ছেলে কাহলিল জিবরান মারা যান। এরপর ২০১০ সাল থেকে মমিনুল মউজদীন স্মৃতি সংসদ এই বৃত্তি চালু করে। প্রেস বিজ্ঞপ্তি
0 coment rios: