স্টাফ রিপোর্টার
এনজিও সংস্থা হিলিপের আওতাধীন জামালগঞ্জের ফেনারবাঁক ইউনিয়নের মাতারগাঁও গ্রামের জলমহালটি বির্ধিবহির্ভূতভাবে অমৎসজীবীদের কাছে ইজারা দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
প্রতিকার চেয়ে গত সোমবার সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী সিদ্দিকুর রহমানের কাছে ওই জলমহালটি বন্দোবস্ত পাওয়ার জন্য লিখিত আবেদন করেছেন মাতারগাঁও গ্রামের মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক পীযুষ কান্তি তালুকদার।
লিখিত আবেদনে উল্লেখ করা হয়, মাতারগাঁও গ্রামের পাশের জলমহাল (দৌলতা নদী) টি গত ১০ বছর এলজিইডির নিয়ন্ত্রণাধীন এনজিও সংস্থা সিবিআরএমপির অধিনে ছিল। সম্প্রতি ওই জলমহালটি এলজিইডির নিয়ন্ত্রণাধীন এনজিও সংস্থা হিলিপের অধীনে নেয়া হয়। মাতারগাঁও গ্রামের মৎস্যজীবী সমিতির লোকজন জানতে পারেন তাদের গ্রামের সামনের জলমহালটি গ্রামের অমৎস্যজীবী সরজিৎ তালুকদার, তাপস তালুকদার, সুধাংশু তালুকদার প্রতারণার মাধ্যমে বির্ধিবহির্ভূতভাবে ইজারা নিয়েছেন।
দৌলতা নদী জলমহালটি নিয়ম মোতাবেক মাতারগাঁও গ্রামের মৎস্যজীবী সমিতির সদস্যদের কাছে ইজারা বন্দোবস্ত প্রদানের জন্য আবেদন করা হয়।
সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী সিদ্দিকুর রহমান মাতারগাঁও গ্রামের মৎস্যজীবী সমিতির আবেদন পাওয়ার পর তদন্ত করে মতামত প্রদানের জন্য হিলিপ কর্তকর্তাকে অনুরোধ করেছেন।
0 coment rios: