Tuesday, October 31, 2017

জামালগঞ্জে প্রেমিকাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষনের দায়ে প্রেমিক জেল হাজতে

জামালগঞ্জে প্রেমিকাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষনের দায়ে প্রেমিক জেল হাজতে



[আলী রেজা জামালগঞ্জ প্রতিনিধি] সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার জামালগঞ্জ উত্তর ইউনিয়নের সাচনা গ্রামের নামাহাটিতে মন দেওয়া নেওয়ার ও প্রেম নিবেদনের মাধ্যমে অবৈধ শারীরিক সর্ম্পক গড়ে উঠে সাচনা নতুন পাড়া গ্রামের পিতা বিকাশ পাল মাতা দিপালী পাল এর ছেলে সুভাষ পাল (প্রাণেষ)২৪। একই গ্রামের রিপন দাসের মেয়ে বন্যার। শুধু তাই না সময় অসময়ে নানা কৌশল প্রলোভন অবলম্বন করে দিন দিন গভীর সর্ম্পকে জড়িয়ে যায় রিপন দাসের মেয়ের সাথে সুভাষ পাল (প্রাণেষ)। সরেজমিনে খোঁজ নিতে গেলে প্রেমিকা বন্যা জানায়, ০৭ই অক্টোবর শনিবার রাতে বাড়ীতে কোন লোক না থাকায় এই সুযোগে আমার বাড়িতে গিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। ধর্ষণ শেষে যাওয়ার সময় রিপন দাসের মেয়ে বন্যা চিৎকার দিলে পার্শ্ববতী ঘরে থাকা তার কাকি(চাচি) ও আশপাশের লোক জন এসে সুভাষ পাল (প্রাণেষ) কে আটক করলে সে বিয়ে করবে বলে অনয় বিনয় করলে মেয়ের ভবিষ্যৎ চিন্তা করে নিরবে ছেড়ে দেওয়া হয়। পড় থেকে তার আর কোন খবর পাওয়া যায় নি। শুধু তাই না সময়ের প্রয়োজনে গ্রামের বিভিন্ন জায়গায় নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষন করে। মেয়ের পিতা অবস্তা বেগতিক দেখে বিষয়টি নিয়ে রিপন দাশ গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গকে জানালে তারা আপোষে শেষ করার ব্যাপারে আসস্থ করে। পরে গ্রামে মৃত জীতেন্দ্র দাশের বাড়িতে শালিশ বসলে বিচারের কোন সূরাহা পাওয়া যায়নি। কোনো সুষ্ঠ বিচার না পেয়ে রিপন দাসের মেয়ে ধর্ষিতা বন্যা বাদী হয়ে গত ১৩/১০/২০১৭ ইং তারিখে জামালগঞ্জ থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধিত২০০৩) এর ৯(১) মামলা দায়ের করেন,মামলা নাম্বার ০৯। মামলা দায়েরের পর জামালগঞ্জ থানার পুলিশ বিকাশ পালের ছেলে সুভাষ পাল (প্রাণেষ) কে গ্রেপ্তার করে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করে। গ্রেপ্তারের পর গ্রামে থমথমে ভাব বিরাজ করে, শুরু হয় দৌড় ঝাপ,একই গ্রামের গরীব অসহায় প্রেমিকার পিতা রিপন দাসকে মামলা তুলে নেওয়ার হুমকি দামকি । জামালগঞ্জ উত্তর ইউনিয়নের সাচনা গ্রামের তৃষ্ণা রানী দাস,বিরাজ দাস,বিরনী রানী দাস,মায়া রানী দাস,যিশু দাস জানান, ঘঠনাটি আমরা বহুদিন থেকে জানি। আমাদের পার্শ্ববর্তী ঘর তার আসা যাওয়া টের পাই, ঘঠনার দিন রাতের আধারে, বিষয়টি আমরা দেখে ফেলায় সুভাষ পাল (প্রাণেষ) ঘঠনাটি কারও কাছে না বলার জন্য আমাদের অনুরোধ করে, এবং বিয়ে করবে বলে জানায়। রিপন দাসের মেয়ের বন্যার সাথে সর্ম্পকের কথা জানতে চাইলে বলে, তার সাথে সম্পর্ক ০৭ (সাত) বছর ধরে। বিভিন্ন জায়গা থেকে বিয়ের ব্যাপারে কথা বার্তা হলে সুভাষ পাল (প্রাণেষ) বর পক্ষকে ফোন করে সম্পর্কের কথা জানিয়ে দেয়। এবং বিয়ে করবে বলে বর পক্ষকে জানায়, এছাড়াও আরও প্রমাণ চাইলে মেয়ের হাতে থাকা মোবাইলের একটি ২১ মিনিট প্রায় কল রের্কড শুনায় এবং মোবাইলের ম্যাসেঞ্জারে চ্যাটের কথা বার্তার রের্কড দেখায়। পরে সুভাষ পাল (প্রাণেষ) হাতের আঙ্গুল কেটে তার নিজ রক্ত দিয়ে মেয়ের নাম লিখে কয়েকটি চিঠির হার্ড কপি উপহার দেয়, গত প্রায় এক বছর যাবৎ সুভাষ পাল দূর্বলতার সুযোগ নিয়ে কিছু ছবি সামাজিক যোগায়োগ মাধ্যম ফেইসবুক ইন্টারনেটে প্রচার করবে বলে হুমকী দিয়ে বলে আমার সাথে শারিরিক/দৈহিক সর্ম্পক অব্যহত না রাখলে তুমার মান সম্মান ধুলিসাৎত করে দেবো। প্রেমিকা এ প্রতিনিধিকে জানায়,এখন বিকাশ পালের ছেলে সুভাষ পাল প্রাণেষ কে জীবন সঙ্গী হিসেবে না পেলে যে কোন সময় আত্যহত্যা করবে বলে ক্ষোভ প্রকাশ করে। সুভাষ পালের পিতা বিকাশ পাল সাচনা গ্রামের প্রভাবশালী লোক হওয়ায় তার বিরুদ্ধে অনেকেই মুখ খুলতে নারাজ, টাকা পয়সার জোরে সম্পর্কের বিষয়টি ধামা চাপা দেওয়ার পায়তাড়ায় লিপ্ত রহিয়াছে। লোক মুখে বিকাশ পালকে বলতে শুনা যায় রিপন দাসের জাত একটা আমার জাত আরেকটা, এ বিয়ে হয় কি ভাবে। ছেলের পিতা বিকাশ পালের সাথে মোবাইল ফোনে বিষয়টির সত্যতা জানতে চাইলে পরে কথা বলব বলে ফোন রেখে দেন। সাচনা গ্রামের আওয়ামীলীগ নেতা বিমল দাস জানান,বিষয়টি নিয়ে আমরা বসে ছিলাম আপোষ মিমাংসা হয়নি। জামালগঞ্জ উত্তর ইউনিয়নের চেয়ারম্যান রজব আলী জানান,আমরা ও গ্রামের সবাই মিলে চেষ্টা করেছি কিন্তু সূরাহা হয়নি। এ ব্যাপারে মামলার তদন্তকারী জামালগঞ্জ থানার এস আই সাইফুল্লাহ আখন্দ জানান, আসামী জেল হাজতে আছে। প্রাথমিক ভাবে ধর্ষনের আলামত পাওয়া গেছে, রিপোর্ট আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

Monday, October 30, 2017

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্টীর ৪৯ তম প্রতিষ্টা বার্ষিকী ও সুবর্ন জয়ন্তীতে পদার্পণ অনুষ্টান চলছে জামালগঞ্জ শিল্পকলা একাডেমীতে

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্টীর ৪৯ তম প্রতিষ্টা বার্ষিকী ও সুবর্ন জয়ন্তীতে পদার্পণ অনুষ্টান চলছে জামালগঞ্জ শিল্পকলা একাডেমীতে










বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্টীর ৪৯ তম প্রতিষ্টা বার্ষিকী ও সুবর্ন জয়ন্তীতে পদার্পণ অনুষ্টান চলছে জামালগঞ্জ শিল্পকলা একাডেমীতে । রবিবার সন্ধ্যায় উপজেলা শিল্পকলা একাডেমী তে সংগঠনের সভাপতি অাকবর হেসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম অাল ইমরান। সাধারন সম্পাদক হাবিবুর রহমানের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সহসভাপতি সুকেশ রঞ্জন তালুকদার। ৫২ ভাষা অান্দোলন, ৬২ শিক্ষা, ৬৬ ছয় দফা, ৬৯এর গনঅভ্যুথান,৭০ এর নির্বাচন, ৭১ এর মহান মুক্তিযুদ্ধ নিয়ে স্মৃতিচারন মুলক বক্তব্য রাখেন কমরেড অজিত লাল রায়,এড: অাসাদ উল্লাহ সরকার,মোক্তার হোসেন তালুকদার, নিখিল তালুকদার, হরেন্দ্র তালুকদার,মদরিছ অালী,দীজেন্দ্র লাল দাস,বিধান ভুষন চক্রবতী,জামিল অাহমদ জুয়েল। অনুষ্টানে অধ্যক্ষ হাবিবুর রহমান চৌধুরী,পংকজ পাল চৌধুরী,,বিপ্লব বনিক,প্রেসক্লাবের নেতৃবৃন্দ সহ উদীচী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অালোচনা সভা শেষে উদীচীর শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।

Tuesday, October 24, 2017

সিলেটে ছাত্রলীগের আভ্যন্তরীণ কোন্দলে ৭ বছরে ১১ খুন! যারা নিজ সংগঠনেই খুন করতে দ্বিধা করেনা অন্য সংগঠনের ব্যাপারে তাদের দৃষ্টিভংঙ্গী সহজেই অনুমেয়।

সিলেটে ছাত্রলীগের আভ্যন্তরীণ কোন্দলে ৭ বছরে ১১ খুন! যারা নিজ সংগঠনেই খুন করতে দ্বিধা করেনা অন্য সংগঠনের ব্যাপারে তাদের দৃষ্টিভংঙ্গী সহজেই অনুমেয়।



সিলেটে ছাত্রলীগের আভ্যন্তরীণ কোন্দলে ৭ বছরে ১১ খুন!
যারা নিজ সংগঠনেই খুন করতে দ্বিধা করেনা অন্য সংগঠনের 
ব্যাপারে তাদের দৃষ্টিভংঙ্গী সহজেই অনুমেয়।
হতে চান সফল অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপার গাইড লাইন আপনার জন্য..   কিভাবে শুরু করব অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপিং ?সত্যিকারার্থেই যারা  অ্যান্ড্রয়েড ডেভেলপার হতে চায় তাদের জন্য পোস্টটি ।

হতে চান সফল অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপার গাইড লাইন আপনার জন্য.. কিভাবে শুরু করব অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপিং ?সত্যিকারার্থেই যারা অ্যান্ড্রয়েড ডেভেলপার হতে চায় তাদের জন্য পোস্টটি ।



অ্যান্ড্রয়েড হল বর্তমান যুগের সবচেয়ে জনপ্রিয় মোবাইল অপারেটিং সিস্টেম। এটি গুগল দ্বারা পরিচালিত এবং সম্পূর্ণ ওপেন সোর্স একটি প্লাটফরম। এর জনপ্রিয়তার মূল কারন হল এটি সহজেই ব্যবহার যোগ্য এবং প্লে-স্টোর এ প্রচুর পরিমানে ফ্রি ।
কাজের কথাই আসি , অ্যান্ড্রয়েড মূলত Java প্রোগ্রামিং ল্যাংগুয়েজ এর মাধ্যমে তৈরী, এবং ইন্টারফেস তৈরীর জন্য XML ব্যবহার করা হয়েছিল।মূলত একটি অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরীর জন্য এই দুটি ল্যাংগুয়েজ জানাই যথেষ্ট।

Android App তৈরীর করার জন্য অন্য  পদ্ধতি ও গ্রহন করা যেতে পারে। 

Hybrid পদ্ধতি বা Webview পদ্ধতি, কিন্তু এই পদ্ধতিগুলো Native পদ্ধতির মতো সব ধরনের সুযোগ প্রদান করে থাকে না। যে কেউ Java I Xmlএই দুই সহজ ও সাবলীল প্রোগ্রামিং ল্যাংগুয়েজ শিখে অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্ট এ ক্যারিয়ার গড়তে পারেন। 

কখন আপনি শুরু করবেন 

যারা কম্পিউটার সায়েন্স এ লেখা পড়া করে তাদের জন্য থার্ড ইয়ারের শেষের দিকে শুরুটা করা ভাল ।  এর আগ পর্যন্ত প্রোগ্রামিং এর বিভিন্ন ট্রিক্সগুলো , প্রবলেম সলভিং, ডেটা স্ট্রাকচার, অ্যালগরিদম, ডেটাবেজ, ওওপি, নাম্বার থিওরি ইত্যাদি ভাল করে শিখতে হবে। একেকটা ডেটা স্ট্রাকচার বা অ্যালগরিদমের কনসেপ্টটা বুঝতে আপনার হয়ত কয়েক ঘন্টা লাগবে।যদি ডেটা স্ট্রাকচার, অ্যালগরিদম, ওওপি, ডেটাবেজের আইডিয়া ক্লিয়ার না থাকে তাহলে অ্যাপ ডেভেলপমেন্টে গিয়ে হোঁচট খাবেন।কিন্তু যারা একদম নতুন করে শুরু করবেন  তাদের জন্য  জাভা দিয়েই শুরু 
করাই ভাল। 

অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের শেখার পূর্বশর্ত 

জাভা দিয়েই শুরু করলে ব্যাসিকটা পাকাপোক্ত হবে । কিছু টপিক ভালভাবে আত্মস্থ করতেই হবে ।
মাস তিনেকের মধ্যে এই টপিকগুলো নিয়ে ভাল রকমের প্র্যাকটিস করা সম্ভব।


  • Java input and output from console
  • Simple arithmetic and bitwise operation
  • IF-Else
  • Loop
  • Array
  • ArrayList
  • List
  • HashMap
  • Stack class
  • Queue class
  • StringBuffer class
  • String class
  • Date and time-related classes
  • File input and output
  • Linear Search
  • Binary Search
  • Bubble Sort
  • Quick Sort
  • Sieve of Eratosthenes
  • DFS
  • BFS
  • Inheritance
  • Interface
  • Method overloading
  • Method overriding


অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের শিক্ষা শুরু করুন

অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপ করার জন্য সবচেয়ে শক্তিশালী IDE হচ্ছে Android Studio. এটাডাউনলোড করে আপনার পিসি তে ইন্সটল দিন । ইন্সটল করার সময় কোনো ঝামেলা হলে ইউটিউবের ভিডিও দেখে ঠিক করে নিন। অ্যাপ ডেভেলপমেন্ট শিখার মুলতন্ত্র হল পর্যাপ্ত ধৈর্য।
ইউটিউবে অনেক বিগিনার লেভেলের ভিডিও টিউটোরিয়াল সিরিজ আছে। সেগুলো দেখে নিয়মিত প্র্যাকটিস করা যেতে পারে। 


Udacity
The New Boston
Android Official Documentation
Awesome Android Complete Reference
Developers Blog
Android Hive
CodePath
Tutorials Point
Vogella
Java Point
The Busy Coder’s Guide to Android Development (Book)
Head First Android (Book)

অ্যাপটি তৈরীর পর অনেক গুলো ডিভাইসে চালিয়ে দেখুন

এই পদ্ধতির মাধ্যমে সকল প্রকার Runtime Bugs আপনার চোখে ধরা পড়বে বিভিন্ন ডিভাইস এর বিভিন্ন ধরণের কনফিগারেশন থাকে তাই আপনার অ্যাপটির কোন ফিচার নিদ্রিষ্ট কোন ডিভাইস এ ঠিক মত কাজ না করলে ইউজার কে সমস্যা টি ডায়লগ বক্স এর মাধ্যমে দেখার ফলে আপানার অ্যাপ এর ওপর তার বিরূপ দৃষ্টি পড়বে না |





Emualator এর মাধ্যামে app test করুন

পনার অ্যাপটি সব ডিভাইসে ঠিকমত কাজ করবে কিনা বোঝার জন্য অনেক গুলো ডিভাইসে চালিয়ে দেখা উচিত, কিন্তু বিভিন্ন কনফিগ এর ডিভাইস কেনা ব্যায়বহুল তাই ভারর্চুুয়াল ডিভাইস ব্যবহার করুন



Admov ব্যবহার করুন Ads প্রদর্শনের জন্য

অনেক গুলো Ads service একত্রে ব্যবহার করবেন না এতে করে আপনার অ্যাপ এর ইমপ্রেরশন নষ্ট হবে ইউজারদের কাছে, কারন ইউজাররা অ্যাপটি ব্যবহার কালে Ads প্রদর্শিত হলে 
বিরক্ত বোধ করেন তাই এই বিষয়টি ভালো ভাবে বুঝে তারপর ads প্রদর্শন করান |


আপনি Android Studio তে যত বেশি সময় ব্যায় করবেন ততবেশি IDE টির সাথে পরিচিত হবেন যেটা আপনাকে  একজন ভালো ডেভেলপার হিসেবে প্রতিষ্টিত করবে |



Android  সম্পর্কে ভাল টিপস পেতে ভিসিট করুনএখানে 
এম কে আনোয়ারের ইন্তেকালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শোকবার্তা

এম কে আনোয়ারের ইন্তেকালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শোকবার্তা

নয়াপল্টন

তারিখ : ২৪ অক্টোবর ২০১৭

সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, কেবিনেট সচিব এবং বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও বরেণ্য রাজনীতিবিদ এম কে আনোয়ার গতরাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া।

আজ এক শোকবার্তায় বিএনপি চেয়ারপার্সন বলেন, “দেশের বরেণ্য রাজনীতিবিদ এম কে আনোয়ার এর মৃত্যুতে তাঁর পরিবারবর্গের মতো আমিও গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। আমি তাঁর আত্মার প্রতি জানাই গভীর শ্রদ্ধা। সজ্জন, মিতবাক, নিয়মনিষ্ঠ, কথা ও কাজে অসাধারণ সামঞ্জস্য ছিল মরহুম এম কে আনোয়ার এর অন্যতম বৈশিষ্ট্য।

তাঁর সততা ও নিষ্ঠা ছিল ইর্ষণীয় উচ্চতায়। সেই কারণেই পেশাগত জীবনে সরকারী সর্বোচ্চ পদে অধিষ্ঠিত থেকেও তিনি তাঁর অমলিন ব্যক্তি-মর্যাদা অক্ষুন্ন রাখতে সক্ষম হয়েছিলেন। রাজনৈতিক জীবনেও তিনি নিজ আদর্শে অটল থেকে রাজনৈতিক সংগ্রাম ও জনগণের সেবা করে গেছেন। রাজরোষে পড়া সত্ত্বেও তিনি কঠিন সিদ্ধান্ত নিতে দ্বিধা করেননি, তাই বারবার কারাবরণসহ নিপীড়ণ-নির্যাতন সহ্য করেও নিষ্ঠা ও সাহসিকতার সাথে অগণতান্ত্রিক সরকারের অসদাচরণের বিরুদ্ধে প্রতিবাদ করে গেছেন।

জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি কখনোই কোন অগণতান্ত্রিক শক্তির কাছে মাথানত করেননি। গণতন্ত্র পূণ:রুদ্ধারের আন্দোলনে সবসময় থেকেছেন সামনের কাতারে। নিজ এলাকায় শিক্ষার প্রসার ও জনকল্যানমূলক কাজেও তাঁর অবদান স্মরণীয়। তাই জনগণের নিকট প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করার কারণেই আদর্শনিষ্ঠ জনাব এম কে আনোয়ার বারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শনকে বুকে ধারন করে জনাব এম কে আনোয়ার স্বদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকারে বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

রাজনীতিতে যোগ দিয়ে যখনই গণতন্ত্র বিপদাপন্ন হয়েছে তখনই স্বৈরাচারের কবল থেকে দেশকে গণতন্ত্রের পথে উত্তরণ এবং গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দেশের উন্নয়নের জন্য এম কে আনোয়ার এর গৌরবময় অবদান দেশবাসী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। তাঁর মৃত্যু জাতীয়তাবাদী শক্তির জন্য মর্মস্পর্শী। জনাব এম কে আনোয়ার এর মৃত্যু দেশবাসী ও দলের জন্য অপূরণীয় ক্ষতি। আমি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, গুণগ্রাহী, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”


(এ্যাডভোকেট রুহুল কবির রিজভী)
সিনিয়র যুগ্ম মহাসচিব
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

Monday, October 23, 2017

দক্ষিণ সুনামগঞ্জে এমএ মান্নান মেডিকেল কলেজ মদনপুরে হচ্ছে

দক্ষিণ সুনামগঞ্জে এমএ মান্নান মেডিকেল কলেজ মদনপুরে হচ্ছে



দ.সুনামগঞ্জ ও জগন্নাথপুর প্রতিনিধি (মান্নান)
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। আমাদের সুনামগঞ্জের মদনপুরে ৫শত শয্যার মেডিকেল কলেজ হচ্ছে যাতে করে ভাটি গ্রামের ’মানুষরা সহজেই চিকিৎসা সেবা পাওয়ার পাশাপাশি দরিদ্র মানুষের ছেলে মেয়েরা সহজেই ডাক্তারি লাইনে লেখাপড়া করতে পারে।’ তিনি বলেন, আমার সুনামগঞ্জে নার্সিং কলেজ, টেক্সটাইল ইনস্টিটিউট, সুনামগঞ্জে বিশ^বিদ্যালয় স্থাপনের জন্য কাজ করে যাচ্ছি।’
তিনি বলেন, দেশের উন্নয়ন করতে হলে আগে পরিকল্পনা করতে হয়, আমরা পরিকল্পনা করেছি, দেশের কোথায় কি করতে হবে। আর সে লক্ষেই আমরা কাজ করে যাচ্ছি। সবার আগে শিক্ষা-স্বাস্থ্য-যোগাযোগ-বিদ্যুৎ এর উন্নয়ন ব্যাপক ভাবে করেছি। আওয়ামী লীগ সরকার আরও উন্নয়ন করতে চায়। এ দেশে এমন কোন গ্রাম থাকবে না যে গ্রামে রাস্তা নাই, বিদ্যুৎ নাই, স্কুল নাই। আমরা গ্রামকে শহরে পরিণত করতে চাই।
রবিবার বিকাল সাড়ে ৩টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের রামেশ^রপুর বাজারে ইউনিয়নের কুতুবপুর, ঢালাগাঁও, কিদিরপুর, কাঠালিয়া, রামেশ^রপুর, রামেশ^পুর বাজার ও সরদারপুর গ্রামে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন তিনি। 
সভায় শিমুলবাক ইউনিয়নের ঢালাগাঁও গ্রামের প্রবীণ মুরব্বি মো. আশকর আলীর সভাপতিত্বে ও ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জিতুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. হারুন অর রশীদ, থানার অফিসার ইনচার্জ মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. সুহেল পারভেজ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি তহুর আলী, মাও. আব্দুল কাইয়ূম, সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান, পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক ফরিদুর রহমান।
এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগ সহ সভাপতি অ্যাড. বুরহান উদ্দিন দোলন, সিনিয়র সহ সভাপতি প্রভাষক নুর হোসেন, সহ সভাপতি জুবেল আহমদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুজন, ত্রাণ বিষয়ক সম্পাদক শাকির আহমদ, সুনামগঞ্জ জেলা কৃষক লীগ সদস্য মো. মাসুক মিয়া, শাব্বির আহমদ, জেলা ছাত্রলীগ সাবেক সংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন, উপজেলা কৃষকলীগ নেতা ফয়জুর রহমান, উপজেলা যুবলীগ নেতা মাসদ পারভেজ, লিয়াকত আলী, মাস্টার আব্দুল হক, আব্দুল হাসিম, অরুন দত্ত, ইউপি সদস্য মিজানুর রহমান, কাচম আলী, আজমত আলী, আব্দুল মনাফ, মাও. এনায়েতুল হক প্রমুখ।
ভার শুরুতেই অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বিদ্যুতের সুইচ টিপে বিদ্যুতায়নের উদ্বোধন করেন। 
এর আগে শনিবার জগন্নাথপুর উপজেলার মীরপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ে মন্ত্রী এমএ মান্নানকে সংবর্ধনা দেয়া হয়। এ সময় বিদ্যালয়ে  মা সমাবেশ আয়োজন করা হয় যেখানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।  মীরপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল খালিক’র সভাপতিত্বে ও সহকারী শিক্ষক রফিকুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, মীরপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হরমুজ আলী।

Saturday, October 21, 2017

বীর মুক্তিযোদ্ধা বিকাশ চন্দ্র তালুকদারকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান

বীর মুক্তিযোদ্ধা বিকাশ চন্দ্র তালুকদারকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান




আলম হোসেন: 
সুনামগঞ্জের জামালাগঞ্জ থানার ভাটি বাংলা উত্তর দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (অব.) শিক্ষক বীর মুক্তিযোদ্ধা বিকাশ চন্দ্র তালুকদার গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় পরলোক গমন করায় তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়।

শুক্রবার দুপুর ১২টায় শামীমাবাদস্থ তার নিজ বাড়িতে রাষ্ট্রীয় সম্মানা প্রদান করেন ভূমি সদর সিলেটের সহকারী কমিশনার রুজিনা আক্তার। পরে চালিবন্দর মহাশশ্মান ঘাটে বীর মুক্তিযোদ্ধা বিকাশ চন্দ্র তালুকদারের শেষকীর্ত সম্পন্ন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, মহানগর ইউনিট কমান্ডার ভবতোষ রায় বর্মন, বীর মুক্তিযোদ্ধা অলিউর রহমান, রঞ্জিত কুমার পুরকায়স্থ, এটিএন বাংলা ইউকের ব্যুারো চীফ মোঃ শফিকুল ইসলাম, শ্রমিকলীগ নেতা রেন্টু তালুকদার, অমরেশ সরকার, সুরুজ তালুকদার, হিমাংশু সরকার, বিপুল তালুকদার, ছাত্রলীগ কেন্দ্রীয় সদস্য মুরশেদ আহমদ রানা সহ, রাজনৈতিক, সুশীল সমাজ ও অন্যান্য সংগঠনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Friday, October 20, 2017

বেহেলী উচ্চ বিদ্যালয়- প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা

বেহেলী উচ্চ বিদ্যালয়- প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা


স্টাফ রিপোর্টার
জামালগঞ্জের বেহেলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতি রঞ্জন পুরকায়স্থের বিরুদ্ধে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অতিরিক্তি ফি আদায় ও বিদ্যালয়ের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার বেহেলী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্মাল্য কান্তি রায় বাদী হয়ে আমলগ্রহণকারী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-জামালগঞ্জ-এ মামলা দায়ের করেছেন। 
আদালত মামলটি আমলে নিয়ে জামালগঞ্জ থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন মামলার বাদী পক্ষের আইনজীবী নিরঞ্জন তালুকদার। 
মামলা সূত্রে জানা যায়, নির্মাল্য কান্তি রায় চলতি বছরে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হন। এর পর বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে জানতে পারেন বিদ্যালয়ের 
একাউন্টে কোন টাকা নেই, শিক্ষকরা বেতন পাচ্ছেন না। বিদ্যালয়ের শিক্ষকদের প্রভিডেন্ট ফান্ডের টাকাও ব্যাংকে ঠিকমত জমা হয়নি। ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা অভিযোগ করেন প্রধান শিক্ষক অতিরিক্ত ফি আদায় করেছেন। এরপর শিক্ষার্থীদের কাছ থেকে বোর্ডের নির্ধারিত ফি’র বাকী টাকা বিদ্যালয়ের একাউন্টে জমা দেয়া হয়। কিন্তু বিদ্যালয় পরিচালনা কমিটির বর্তমান ও সাবেক সদস্যরা অভিযোগ করেন, ফি’র টাকা ব্যাংকে জমা না দিয়ে প্রধান শিক্ষক আত্মসাৎ করেছেন এবং ভুয়া বিল ভাউচার তৈরি করেছেন। অভিযোগের প্রেক্ষিতে অভ্যন্তরীণ নিরীক্ষা (অডিট) করা হয়। নিরীক্ষা কমিটি জানতে পারেন শিক্ষক-কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডের টাকা ব্যাংকে জমা হয়নি। নিরীক্ষার পর প্রধান শিক্ষক প্রভিডেন্ট ফান্ডের টাকা ব্যাংকে জমা দেয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু তিনি টাকা ব্যাংকে জমা দেননি। প্রভিডেন্ট ফান্ডের হিসাব নিয়ে জানা যায়, প্রধান শিক্ষক ২০১২ সাল থেকে ঠিকমত টাকা জমা দিচ্ছেন না। প্রভিডেন্ট ফান্ডের টাকা তিনি আত্মসাৎ করেছেন। 
মামলায় উল্লেখ করা হয়, প্রতি বছর জানুয়ারি মাসে ছাত্র-ছাত্রীদের ভর্তি ও পুনঃভর্তিসহ বিভিন্ন খাত থেকে প্রায় ৫ লাখ টাকা আয় হয়। কিন্তু আইন অনুযায়ী স্কুলের সমস্ত আয় বিদ্যালয়ের ব্যাংক হিসাবে জমা হয় না। গত জানুয়ারি মাসে টাকা জমা হয়নি। এর আগের বছরের টাকাও তিনি ব্যাংকে জমা না দিয়ে নিজের কাছে রেখেছেন। বিদ্যালয় পরিচালনা কমিটি জানতে পেরেয়েছেন প্রধান শিক্ষক চলতি বছর ও অতীতেও বোর্ড নির্ধারিত ফি’র চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করেছেন।
জামালগঞ্জে উপজেলা শ্রমিক লীগের পরিচিতি সভা

জামালগঞ্জে উপজেলা শ্রমিক লীগের পরিচিতি সভা


আলমগীর:
জামালগঞ্জ উপজেলার জাতীয় শ্রমিক লীগের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা শ্রমিক লীগের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা শ্রমিক লীগের শাখার আহবায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. নুরুল আমিন’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউসুল আল আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা   আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান, উপজেলা যুবলীগের আহবায়ক আবুল খয়ের, যুগ্ম আহবায়ক ইকবাল আল আজাদ, জেলা শ্রমিক লীগের সদস্য সায়েম পাঠান, উপজেলা আওয়ামী লীগ নেতা আবুল কালাম সরকার, মানিক মিয়া, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মকবুল হোসেন আফিন্দী, জামালগঞ্জ সদর ইউপি যুবলীগ সভাপতি শিরিন তালুকদার। 
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক আবু তাহের তালুকদার, রেজুয়ান আলাম, শামসুজ্জামান, উৎপল কান্তি তালুকদার, যুবলীগ নেতা কাজী গোলাম কিবরিয়া, শ্রমিক লীগ সদস্য গোলাম হোসেন, আলমগীর হোসেন, গাউসে আজম, আব্দুল হক, মোহাম্মাদ আলী প্রমুখ। (প্রেস বিজ্ঞপ্তি)

Thursday, October 19, 2017

মমিনুল মউজদীন স্মৃতি বৃত্তি পরীক্ষার ফরম বিতরণ শুরু

মমিনুল মউজদীন স্মৃতি বৃত্তি পরীক্ষার ফরম বিতরণ শুরু


রোহান :
মরমি কবি হাসন রাজার প্রপৌত্র ও সুনামগঞ্জ পৌরসভার টানা তিনবারের পৌর চেয়ারম্যান প্রয়াত কবি মমিনুল মউজদীনের নামে চালু হওয়া ‘মমিনুল মউজদীন স্মৃতি বৃত্তি পরীক্ষা’র ফরম বিতরণ শুরু হয়েছে। পঞ্চম শ্রেণির এই বৃত্তি পরীক্ষার ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে আগামি ৫ নভেম্বর পর্যন্ত। পরীক্ষা হবে ১০ নভেম্বর।
প্রতি বছরের মতো এবারও মমিনুল মউজদীন স্মৃতি সংসদ এই বৃত্তি পরীক্ষার আয়োজন করেছে। ফরম সংগ্রহ ও জমা দেওয়ার ঠিকানা: বরাত কম্পিউটার সেন্টার ও আইডিয়াল লাইব্রেরি, পৌরবিপণি মার্কেট, সুনামগঞ্জ। প্রয়োজনে যোগাযোগ: ০১৭০৬-৪০০৫৬৫ (রাজু আহমেদ) ও ০১৭২১-৪৮২৭৫৪         
(আশরাফুজ্জামান বাবলু)।
২০০৭ সালের ১৫ নভেম্বর ঢাকা থেকে সপরিবারে সুনামগঞ্জ ফেরার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মমিনুল মউজদীন ও তাঁর স্ত্রী তাহেরা চৌধুরী, ছেলে কাহলিল জিবরান মারা যান। এরপর ২০১০ সাল থেকে মমিনুল মউজদীন স্মৃতি সংসদ এই বৃত্তি চালু করে।  প্রেস বিজ্ঞপ্তি

Wednesday, October 18, 2017

এবার সুনামগঞ্জের জন্য শুধুমাত্র ব্রি-ধান ২৮ জাতের বীজ বরাদ্দ

এবার সুনামগঞ্জের জন্য শুধুমাত্র ব্রি-ধান ২৮ জাতের বীজ বরাদ্দ



অসীম: 

সুনামগঞ্জের হাওরে আগামী বোরো মৌসুমে চাষাবাদের জন্য (বিক্রির লক্ষ্যে) কৃষি মন্ত্রণালয় এবার শুধুমাত্র ব্রি-ধান ২৮ জাতের বীজ বরাদ্দ করেছে। সিলেট অঞ্চলের জন্য ৪ হাজার ২০০ মে. টন ব্রি-ধান ২৮ জাতের বরাদ্দের প্রায় পুরোটাই সুনামগঞ্জের জন্য দেয়া হয়েছে। এই ধানের ফলন ২৯ জাতীয় ধানের চাইতে কিছুটা কম হলেও কম সময়ে পাকে।
সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার জন্য মাত্র ১৮৫ মে.টন ব্রি-ধান ২৮ জাতের বীজ সরবরাহ করা হবে বলে জানিয়েছেন বিএডিসি কর্তৃপক্ষ। এদিকে বীজ ধানের দামও গত বছর থেকে প্রতি ব্যাগে ১৫০ টাকা বৃদ্ধি করা হয়েছে। 
গত বছর ১০ কেজি বীজ ধান কৃষকদের কাছে ৩৫০ টাকায় বিক্রি করা হলেও এবছর ১০ কেজি বীজ ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ৫০ টাকা করে ৫০০ টাকা। তবে বীজ ডিলারগণ ১০ কেজির বীজ ধান ৪৩ টাকা কেজি দরে ৪৩০ টাকা করে ক্রয় করবেন। 
প্রথমে সুনামগঞ্জের জন্য ব্রি-ধান ২৮ জাতের পাশাপাশি ব্রি-ধান ২৯ জাতের বীজ সরবরাহ করার সিদ্ধান্ত হলেও প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা ও দ্রুত হাওর থেকে ধান কেটে তোলার লক্ষ্যে কৃষি মন্ত্রণালয় এই সিদ্ধান্ত গ্রহণ করছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও কৃষি সম্প্রসারণ       অধিদপ্তরের উপ পরিচালক। 
তবে কৃষকদের দাবি ব্রি-ধান ২৮ জাতের পাশাপাশি ব্রি-ধান ২৯ জাতের বীজ সরবরাহ করতে হবে। না হলে কৃষকরা শুধুমাত্র একজাত ধান চাষ করবেন না। কারণ ব্রি-ধান ২৮ জাতের ফলন ব্রি-ধান ২৯ জাত থেকে অনেক কম হয়। ব্রি-ধান ২৮ জাত চাষাবাদে কৃষকদের আগ্রহ অনেক কম। বিএডিসি থেকে ওই ধানের বীজ ডিলারদের কাছে সরবরাহ করা হলেও বাজারে বিক্রি হবে না। কৃষকরা যে যেভাবে পারেন উচ্চ মূল্যে ক্রয় করবেন। মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন। 
সুনামগঞ্জ বিএডিসি ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গত সেপ্টেম্বর মাসের ২৮ তারিখে সুনামগঞ্জ বিএডিসি অফিসকে কৃষি মন্ত্রণালয়ের দেয়া চিঠিতে উল্লেখ করা হয়েছিল সুনামগঞ্জ জেলার জন্য ব্রি-ধান ২৮ জাতের পাশাপাশি ২৫২০ মে. টন ব্রি-ধান ২৯ জাতের বীজ সরবরাহ করা হবে। কিন্তু মাত্র ৪ দিন পর চলতি মাসের ২ তারিখে কৃষি মন্ত্রণালয় সুনামগঞ্জের হাওরের জন্য সিদ্ধান্ত পরিবর্তন করে শুধুমাত্র ৪ হাজার ১৫ মে. টন ব্রি-ধান ২৮ জাতের বীজ বরাদ্দ দেয়া হয়েছে। আগামী রবিবার থেকে বিএডিসি থেকে ডিলারদের কাছে এসব বীজধান বিক্রয় করা হবে। 
এদিকে হাওরের বোরো ফসলহানির কারণে সুনামগঞ্জের ৩ লাখ কৃষককে ভর্তুকি হিসাবে ৫ কেজি করে আরো ১৫০০ মে.টন ব্রি-ধান ২৮ জাতের বীজ বিনামূল্যে সরবরাহ করা হবে। তাই এবছর ব্রি-ধান ২৮ জাতের বীজ ধানের চাহিদা অনেক কম বলে জানিয়েছেন কৃষকরা। 
ধর্মপাশার সানবাড়ি গ্রামের স্বাবলম্বী কৃষক কলিঙ্গ চৌধুরী বলেন,‘প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা পেতে অবশ্যই আমরা ব্রি-ধান ২৮ চাষ করা প্রয়োজন। ’ 
দিরাই উপজেলার ভাটিপাড়া এলাকার কৃষক রফিক মিয়া বলেন,‘ হাওর তলিয়ে গেলেতো সব ধানই তলিয়ে যায়। গত বছর যারা ২৮ করেছিল তাদেরও তলিয়েছে। ২৮ জাতের পাশাপাশি আমাদের ২৯ জাতের বীজ ধান লাগবে, না হলে জমি করে কোন লাভ হবে না। ’   
সুনামগঞ্জ বিএডিসির বীজ বিপণন শাখার সিনিয়র সহকারি পরিচালক আওলাদ হোসেন বলেন,‘ সেপ্টেম্বর মাসের শেষ দিকে আমরা ব্রি-ধান ২৮ ও ব্রি-ধান ২৯ দুই জাতই পাব বলে চিঠি পেয়েছিলাম। কয়েকদিন পরই আবার পৃথক চিঠিতে বলা হয়েছে এবার সুনামগঞ্জের জন্য শুধুমাত্র ব্রি-ধান ২৮ জাতের বীজ সরবরাহ করা হবে। চিঠির বিষয়টি এখনও ডিলার ও কৃষকরা ভাল করে জানেন না। শুধুমাত্র একজাতের বীজ বিক্রি করা খুবই কঠিন হবে। ’
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপ পরিচালক মো. জাহেদুল হক বলেন,‘ এবার সুনামগঞ্জের জন্য শুধুমাত্র ব্রি-ধান ২৮ এর বীজ সরবরাহ করা হবে বলে জানানো হয়েছে। আমরা কৃষকদের দাবির প্রেক্ষিতে অনুরোধ করেছিলাম ২৮ জাতের পাশাপাশি কিছু ২৯ জাতের বীজ সরবরাহ করতে। কিন্তু মন্ত্রণালয় থেকে শুধুমাত্র ২৮ ই বরাদ্দ দেয়া হয়েছে।’
বিএডিসি সিলেটের বীজ বিপনন শাখার উপ পরিচালক সুপ্রিয় পাল বলেন,‘ সুনামগঞ্জের জন্য শুধুমাত্র ব্রি-ধান ২৮ জাতের বীজ সরবরাহের বিষয়ে আমাদের করার কিছু নেই। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক আমরা আগামী রবিবার থেকে ২৮ জাতের বীজ ধান ডিলারদের সরবরাহ করব।’
তিনি আরো বলেন,‘ ব্রি-ধান ২৮ জাতের ফলন কিছুটা কম হয় এটা সঠিক। তবে ২৮ জাতের ধান ২৯ এর অনেক ২০ দিন আগে পাকে। ২৮-এর ফলন হেক্টর প্রতি ৫ থেকে সাড়ে ৫ মে. টন, আর ব্রি-ধান ২৯ জাতের ফলন হয় প্রতি হক্টেরে সাড়ে ৬ থেকে ৭ মে. টন।’
জেলা কৃষি কমিটির সভাপতি জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম বলেন,‘ প্রাকৃতিক বিপর্যয় থেকে ধানকে রক্ষা ও দ্রুত হাওর থেকে ধান কেটে তোলার লক্ষ্যে কৃষি মন্ত্রণালয় এই সিদ্ধান্ত গ্রহণ করছে বলে আমাদের জানানো হয়েছে। আমরা অনেক চেষ্টা করেছি ব্রি-ধান ২৮ জাতের পাশাপাশি কিছু ব্রি-ধান ২৯ জাতের বীজ সরবরাহের। আমি নিজে ব্যক্তিগতভাবে কৃষি মন্ত্রণালয়ে কথা বলেছি, কিন্তু মন্ত্রণালয় থেকে বলা হয়েছে আগাম বন্যা ও দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। কৃষি মন্ত্রণালয় থেকে বলা হয়েছে এবছর সুনামগঞ্জের হাওরে শুধুমাত্র ব্রি-ধান ২৮ জাত চাষাবাদ করতে যাতে বেশ আগেই ধান কেটে তোলা যায়।
জামালগঞ্জে নদী দখল,  হিলিপের দৌলতা নদী অবৈধভাবে ইজারা দেয়ার অভিযোগ

জামালগঞ্জে নদী দখল, হিলিপের দৌলতা নদী অবৈধভাবে ইজারা দেয়ার অভিযোগ


স্টাফ রিপোর্টার
এনজিও সংস্থা হিলিপের আওতাধীন জামালগঞ্জের ফেনারবাঁক ইউনিয়নের মাতারগাঁও গ্রামের জলমহালটি বির্ধিবহির্ভূতভাবে অমৎসজীবীদের কাছে ইজারা দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। 
প্রতিকার চেয়ে গত সোমবার সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী সিদ্দিকুর রহমানের কাছে ওই জলমহালটি বন্দোবস্ত পাওয়ার জন্য লিখিত আবেদন করেছেন মাতারগাঁও       গ্রামের মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক পীযুষ কান্তি তালুকদার। 
লিখিত আবেদনে উল্লেখ করা হয়, মাতারগাঁও গ্রামের পাশের জলমহাল (দৌলতা নদী) টি গত ১০ বছর এলজিইডির নিয়ন্ত্রণাধীন এনজিও সংস্থা সিবিআরএমপির অধিনে ছিল। সম্প্রতি ওই জলমহালটি এলজিইডির নিয়ন্ত্রণাধীন এনজিও সংস্থা হিলিপের অধীনে নেয়া হয়। মাতারগাঁও গ্রামের মৎস্যজীবী সমিতির লোকজন জানতে পারেন তাদের গ্রামের সামনের জলমহালটি গ্রামের অমৎস্যজীবী সরজিৎ তালুকদার, তাপস তালুকদার, সুধাংশু তালুকদার প্রতারণার মাধ্যমে বির্ধিবহির্ভূতভাবে ইজারা নিয়েছেন। 
দৌলতা নদী জলমহালটি নিয়ম মোতাবেক মাতারগাঁও গ্রামের মৎস্যজীবী সমিতির সদস্যদের কাছে ইজারা বন্দোবস্ত প্রদানের জন্য আবেদন করা হয়।  
সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী সিদ্দিকুর রহমান মাতারগাঁও গ্রামের মৎস্যজীবী সমিতির আবেদন পাওয়ার পর তদন্ত করে মতামত প্রদানের জন্য হিলিপ কর্তকর্তাকে অনুরোধ করেছেন।
জামালগঞ্জে কিশোরীদের নৌকা বাইচ

জামালগঞ্জে কিশোরীদের নৌকা বাইচ


জামালগঞ্জ প্রতিনিধি (Ruhan) 
‘কোন মোস্তরী নাও বানাইলো কেমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ুর পঙ্খী নাও’ বাউল সম্্রাট শাহ আব্দুল করিমের এই বিখ্যাত গানের তালে তালে, ঢোল, ডুগি, মন্দিরা, ঝাপের বাদ্য যন্ত্রের ঝনঝনানিতে ব্যতিক্রম নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।
প্রতিটি নৌকা বাইচে যুবকরা অংশ নিলেও এই প্রথম কিশোরী মেয়েরা প্রতিটি নৌকায়    আলাদা আলাদা  রংয়ের পোষাক পড়ে বাইচে অংশ নেয়। ‘কন্যা শিশুর জাগরণ আনবে দেশে উন্নয়ন’ স্লেøাগানে জামালগঞ্জে কন্যা শিশু দিবস উপলক্ষ্যে কিশোরীদের নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করে বেসরকারী সংস্থা জৈন্তা ছিন্নমূল সংস্থা জেছিস। 
মঙ্গলবার সকালে কেয়ার বাংলাদেশ সহযোগিতায় সাচনা বাজার ইউনিয়নের ছন্নার হাওরে নৌকা বাইচ প্রতিযোগীতা পূর্বক একটি র‌্যালি করেছে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কিশোরীরা। 
নৌকা বাইচ শুরু হবার কয়েক ঘন্টা আগে থেকেই সাচনা সুনামগঞ্জ সড়কের সিন্ডবি রোড থেকে সাচনা বাজার উচ্চ বিদ্যালয় পর্যন্ত হাওরের পাড়ে ও নৌকায় উপরে হাজার হাজার দর্শকের সমাগম ঘটে। 
নৌকা বাইচে ১ম হয়েছে জামালগঞ্জ উত্তর ইউনিয়ন, ২য় হয় সাচনা বাজার ইউনিয়ন। 
নৌকা বাইচ শেষে বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আল ইমরান। 
অনুষ্ঠানে অতিথি ছিলেন, জামালগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু, জেলা পরিষদের মহিলা সদস্য ফৌজিয়া আরা সাম্মী, জামালগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মনিরুল হাসান, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল হাসেম, জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, সাচনা বাজার ইউপি চেয়ারম্যান রেজাউল করিম শামীম, জামালগঞ্জ উত্তর ইউপি চেয়ারম্যান রজব আলী, বেহেলী ইউপি চেয়ারম্যান অসীম তালুকদার, কেয়ার বাংলাদেশ সুনামগঞ্জ’র প্রজেক্ট ম্যানাজার মো. রফিকুল ইসলাম। 
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, জেছিস’র নির্বাহী পরিচালক এটিএম বদরুল আলম। 
নৌকা বাইচে জামালগঞ্জের প্রজেক্ট অফিসার সুরাইয়া সুলতানা, জেসিছ ম্যানাজার মাসুদ আাব্দুল্লাহ চৌধুরী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ইউপি সদস্য, সদস্যারা এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
খেলার মাঠে মার্কেট- জামালগঞ্জের সেলিমগঞ্জে উত্তেজনা

খেলার মাঠে মার্কেট- জামালগঞ্জের সেলিমগঞ্জে উত্তেজনা


স্টাফ রিপোর্টার
জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের মাঠে মার্কেট নির্মাণের উদ্যোগ নেওয়ায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এলাকার ১০ গ্রামের গণ্যমান্যরা এই ঘটনার প্রতিবাদ জানাতে সোমবার সেলিমগঞ্জ বাজারে সভা করেছেন। সভায় বিদ্যালয় পরিচালনা কমিটির ২ জন সদস্যও এলাকাবাসীর দাবির সঙ্গে একমত পোষণ করেছেন। 
জানা যায়, জামালগঞ্জের ভাটি এলাকার সবচেয়ে বড় খেলার মাঠ আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ। বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি এলাকার অন্যান্যরা এই মাঠকে খেলার মাঠ হিসাবে ব্যবহার করেন। সম্প্রতি. বিদ্যালয় পরিচালনা কমিটি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক এই মাঠে মার্কেট নির্মাণ করে ভাড়া দেবার উদ্যোগ নেওয়ায় এলাকার মানুষ ক্ষিপ্ত হয়। সোমবার সেলিমগঞ্জ বাজারে বিদ্যালয়ের আশপাশের লালপুর, কালাগোজা, কালীপুর, শরিফপুর, সুজাতপুর,  ধুতিয়ারপুর, ফেনারবাঁক, রামপুর ও জলিলপুরের গণ্যমান্যরা এ নিয়ে এক সভায় মিলিত হন।
এলাকার সুজাতপুর গ্রামের শিক্ষানুরাগী আব্দুল হক বলেন,‘আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের এই মাঠে সুনামগঞ্জের লাল, নীল ও সবুজসহ সুনামগঞ্জ ও নেত্রকোনার বড় বড় খেলোয়ার এসে ফুটবল খেলেছেন। এখন এই মাঠে বালু-পাথর এনে রাখা হয়েছে মার্কেট করার জন্য, এটি মেনে নেওয়া যায় না। একটি এমপিওভূক্ত বিদ্যালয়ের বাড়তি আয়ের জন্য শিশু- কিশোরদের খেলার মাঠকে   নষ্ট করতে দেওয়া যায় না। আমরা এটি হতে দেব না।’
ধুতিয়ারপুরের আবু তাহের বলেন,‘এলাকার বড় মাঠ এটি, আমরা মাঠটি নষ্ট হতে দেব না, সোমবার এলাকার গণ্যমান্যদের সভায় বিদ্যালয় পরিচালনা কমিটির দুই জন সদস্য নুরু মেম্বার ও আমির হোসেন ছিলেন, তারাও এলাকাবাসীর সঙ্গে একমত হয়েছেন এবং আগামীকাল শিক্ষার্থী অভিভাবকসহ সভা ডাকবেন বলেও জানিয়েছেন।’
বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য স্থানীয় ইউপি সদস্য নুরু মিয়া বলেন,‘যেহেতু এলাকাবাসী চাইছেন মাঠে মার্কেট না করতে, আমরাও তাতে একমত, আগামীকাল এই বিষয়ে আরো বড় আকারের সভা ডাকা হবে।’
আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌফিকুল ইসলাম বলেন,‘আমরা প্রাথমিকভাবে চিন্তা করেছিলাম, মাঠের একদিকে দেয়াল না করে দোকান কোঠা করলে ভাল হয়। তবে এই বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি। এলাকাবাসীকে ডেকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফজলুল কাদের চৌধুরী তৌফিক বলেন, ‘প্রতিষ্ঠানটি আমাদের পরিবারের দান করা জমিতে হয়েছে, এই প্রতিষ্ঠানটিতে সকল কাজই হচ্ছে স্বচ্ছতার ভিত্তিতে, কোথাও ১০০ টাকার অনিয়ম দুর্নীতি এখানে হবে না। বিদ্যালয়ের মাঠের একপাশে ২২-২৪ টি দোকানকোঠা করার ইচ্ছ ছিল আমাদের। পরিচালনা কমিটিতে এই বিষয়ে আলোচনা হয়েছে। তবে এলাকাবাসীর মতামত নেবার পর কাজে হাত দেওয়া হবে।’
জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আল ইমরান বলেন,‘এই বিষয়ে আমার কিছুই জানা নেই। খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করবো’।